 |
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ১২৭ বছরের এতিহ্যবাহী হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অত্র বিদ্যালয়ের ৩ সহ¯্রাধিক শিক্ষার্থী গতকাল সোমবার সকাল ১১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা মিলনায়তনে সরকারী করণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিননের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবরে একটি স্বারক লিপি প্রদান করা হয়। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাজিতপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম। মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অত্র বিদ্যালয়ের প্রাক্ত শিক্ষর্থীরা দেশের বাইরে ও নিজ দেশে মন্ত্রী, সচিব, অ্যাটর্নী জেনারেল হয়েছেন কিন্তু বর্তমানেও এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ পদে রয়েছেন। বিদ্যালয় সূত্রে জানাগেছে জানাগেছে, প্রতি উপজেলায় একটি কলেও ও একটি স্কুল সরকারী করণের বিভিন্ন জরিপে ৫টি বিদ্যালয়ের নাম শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর মধ্যে অত্র বিদ্যালয়ের গত ৩ বছরের এস.এস.সি পরীক্ষা গড় ফলাফল ৯৪.৬৩% হওয়া স্বত্বেও কেনও সরকারী ও জাতীয় করণ করা হয়নি এই নিয়ে বাজিতপুর বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোবারক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, প্রাক্তন ছাত্র ও অগ্রণী ব্যাংকের এ্যাসুশিয়নের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম ও প্রাক্তন ছাত্র কাউন্সিলর আব্দুর রহিম রিপন, মোঃ শাহজাহান কবির ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম সহ আরও অনেকে।