fairnews24 Logo

আগামীকাল ভয়াল ১৫ই নভেম্বর

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | 14 Nov 2017   06:06:21 PM   Tuesday
 আগামীকাল ভয়াল ১৫ই নভেম্বর

আগামীকাল ভয়াল ১৫ই নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে লন্ডভন্ড হয়ে যায় বরগুনার আমতলী তালতলীসহ উপকূলীয় অঞ্চল। সিডরে ৩৮৫জন লোক প্রাণ হারায় এবং নিখোজ ছিল প্রায় ১৪০০ জন। অর্ধ শতাধিক জেলে নৌকা নিখোজ ছিল। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সহ¯্রাধিক গবাদিপশু মারা যায় এবং অসংখ্য বৃক্ষ রাজি সম্পুর্ণ বিধ্বস্ত হয়। ভেরী বাধ ভেঙ্গে লবন পানি ঢুকে পরায় শত শত একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। ভয়াল ১৫ই নভেম্বরের কথা মনে পড়লে এখনো উপকুলের মানুষ আত্রে উঠে। সিডরের স্বজন হারাদের কান্না যেন আজও থামে নি। নিখোজ স্বজনদের যেন আজও খুজে বেড়াচ্ছে উপকুলের মানুষ। সিডরে নিঃস পরিবারগুলো আজও ক্ষতি কাটিয়ে উঠতে পারে নি। সিডরে নিখোজ বাবা হারা চরকগাছিয়ার কলেজ পড়-য়া ছাত্রী মরিয়ম আজও তার বাবাকে অশ্রুসিক্ত নয়নে খুজে বেড়াচ্ছে। আমতলী ও তালতলী উপজেলার গুলিশাখালী, ঘটখালী, জয়ালভাঙ্গা, ফকিরের হাট, আশার চর, হরিণবাড়িয়ার জেলে পরিবারের কান্না আজও থামেনি।  উপকূলের মানুষ চায় ১৫ নভেম্বর সরকারিভাবে সিডর দিবস পালিত হোক। প্রতিবছর উপকূলের মানুষ এই দিনটিকে সিডর দিবস হিসেবেই পালন করে থাকে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই দিনটি নানা কর্মসূচীর মধ দিয়ে স্মরণ করছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-16 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।