 |
বাগেরহাটের চিতলমারীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।(১৩জানুয়ারী) শনিবার সন্ধ্যায় উপজেলা চত্বতের আয়োজিত আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী হয়। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্যও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আলমগী হোসেন, শেরে বাংলা কলেজ অধ্যক্ষ মোঃ মোহসীন রেজা, বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী প্রমূখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপন্নয়ন মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিনদিন ব্যাপী এ উন্নয়ন মেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অধিদপ্তর, সেটেলমেন্ট অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, আকাশ-শ্রাবন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী স্টলের আয়োজন করে।