 |
১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের পটভূমির উপর নির্মিত নাটক “জান দেব জবান দেবো না”। নাটকের অভিনয় আর গল্পে দর্শকদের মুগ্ধ করেছে।
দিনাজপুরের পথিকৃৎ, কিংবদন্তি নাট্য পুরুষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নবরূপী’র সাধারণ সম্পাদক শাহজাহান শাহ রচিত নাটক “জান দেব জবান দেবো না” তারই মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্বরনে সপ্তাহব্যাপী নাট্য উৎসবে মঞ্চস্থ করা হলো।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের থিয়েটার এর প্রযোজনায় নাট্য সমিতির মঞ্চে মঞ্চস্থ হলো।
নাটকটি নির্দেশনায় ছিলেন তারেকুজ্জামান তারেক। সহযোগী নির্দেশক ছিলেন দেবেশ্বর চন্দ্র সিংহ ও মনোয়ার হোসন শ্রাবণ।
অভিনয় করেন কানিজ ফাতেমা শ্রাবন্তি, আবু সাহেল ইকবাল (সাহেল), মোঃ জাকির হোসেন সুমন, মোঃ আল-আমিন সুমন, মোঃ নাজমুল হুসাইন নাসিম, ভাস্কর রায়, অভিরায়, সহিদুজ্জামান সাঈদ, আরিয়ানা চৌধুরী সারা, মোঃ সাদিক কামার কার্য।
মেকাপে ছিলেন হারুন-উর-রশিদ। কোরিওগ্রাফ নির্দেশক ছিলেন মাহমুদা ইতি। সহযোগি নির্দেশক ছিলেন- আইরিন রিনা। আহবহ সঙ্গীতে ছিলেন দেবেশ্বর চন্দ্র সিংহ। আলো মঞ্চে ছিলেন মনোয়ার হোসেন শ্রাবণ।
নাটক শেষে নবরূপী’র নাট্যোৎসব উপকমিটির আহবায়ক রণজিৎ কুমার সিংহ, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, নাট্য সম্পাদক রাজা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান আমাদের থিয়েটারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।