fairnews24 Logo

নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | 23 Aug 2018   03:08:11 PM   Thursday
 নড়াইলে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটদলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা নড়াইলে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদুল আযহার দিন (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে মাশরাফি তার ছেলে সাহেল মর্তুজাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন মাশরাফি।
মাশরাফি ছাড়াও নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ মুসল্লিরা। ঈদের নামাজ শেষে মাশরাফি তার নানা বাড়ি শহরের আলাদাতপুরে যান। এদিকে মাশরাফিকে কাছে পেয়ে তার ভক্তরা আনন্দ প্রকাশ করেন। ঈদ করতে গতকাল (২১ আগস্ট) ঢাকা থেকে জন্মভূমি নড়াইলে পৌছান মাশরাফি বিন মর্তুজা।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-16 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।