fairnews24 Logo

চিত্রনায়িকা সুজাতা বিব্রত

এফএনএস (বিনোদন) : | 27 Oct 2018   11:02:24 PM   Saturday
 চিত্রনায়িকা সুজাতা বিব্রত

চিত্রনায়িকা সুজাতা এখন অবসর সময় কাটাচ্ছেন। একমাত্র ছেলে ফয়সাল আজিমের দুই ছেলে অর্থাৎ সুজাতার দুই নাতি ফারদিন আজিম ও আবিয়াদ আজিমের সঙ্গেই সময় কাটে। চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে তার তেমন ব্যস্ততা নেই। তবে সম্প্রতি তিনি একটি বিষয় নিয়ে বেশ বিব্রত।
সুজাতা বলেন, ‘১৩ বছর হলো আমার বেয়াই মারা গেছেন। একমাত্র ছেলে নিয়ে আমার বেয়াইন তার নিজেস্ব কদমতলার বাসা থাকেন। বেয়াই মৃত্যুর আগে বেশকিছু সম্পত্তি রেখে যান। এলাকার কিছু প্রভাবশালী লোকজন ও কয়েকজন নিকটাত্মীয় সম্পত্তি আত্মসাতের জন্য উঠেপড়ে লেগেছেন। তাদেরকে একটার পর একটা হয়রানিতে ফেলেছেন। এদিকে আমার বেয়াইন অসুস্থ। মিথ্যা অভিযোগ দিয়ে বারবার ভোগাচ্ছেন। এসব মানসিক চাপে আমার একমাত্র পুত্রবধূ অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে আমিও খুব একটা ভালো নেই।’

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-01-18 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।