কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ খুন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :  : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২২, ০১:৪৬ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবেশী এক বৃদ্ধ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত মোতালেব হোসেন (৬৫) উপজেলার সদর ইউনিয়নের ভুবনেরচালা গ্রামের বাসিন্দা। শনিবার সকালে হামলায় গুরুতর আহত মোতালেব রাতে হাসপাতালে মারা গেছেন। রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে সকাল ১০ টায় নিজ বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, মোতালেবের সাথে প্রতিবেশি নুরুল ইসলামদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে স্ত্রী-সস্তানদের  সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মোতালেব। খবর পেয়ে প্রতিপক্ষের নুরুল ইসলাম লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোতালেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বজনেরা মোতালেবকে উদ্ধার করে  প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। 
কাপাসিয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আল-আমীন পালোয়ান জানান, নিহত মোতালেবের সাথে প্রায় ৭/৮ বছর যাবত পাশের বাড়ীর আমিনুল ইসলাম রাসেলদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে উভয় পক্ষ সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়। এ জমি নিয়ে গাজীপুর আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হামলকারীরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 
এ ব্যাপারে স্বজন মোবারক হোসেন জানান, মৃত মোতালেবের স্ত্রী মমতাজ বেগম (৫০) ও পুত্র মাসুম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।     
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মাসুদ জানান, শনিবার রাত ৮ টার দিকে মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW