উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে যাওয়া আট দল নির্ধারণ হয়েছে আগেই। সেখান থেকে সেমিফাইনালে যেতে কে কার মুখোমুখি হবে, তাও ঠিক হয়ে গেছে এবার। উয়েফা নেশন্স লিগে গ্রুপ পর্বের লড়াই শেষের দু’দিন পর গত শুক্রবার হয়ে গেলে নকআউট পর্বের ড্র। উয়েফার সদর দফতর সুইজারল্যান্ডের নিয়নে এই ড্র অনুষ্ঠানের আয়োজন হয়। যেখানে লিগ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানারআপ ভিত্তিতে শেষ আটের লড়াইয়ের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে দলগুলো। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে আসে শেষ আটে। রানারআপ হয় ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। অন্যটায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি-ইতালি। কোয়ার্টার ফাইনালগুলো হবে দুই লেগের। প্রথম লেগ আগামী বছরের ২০ মার্চ, ফিরতি লেগ ২৩ মার্চ। প্রথম লেগ রানারআপদের মাঠে, দ্বিতীয় লেগ হবে চ্যাম্পিয়নদের মাঠে। সেমিফাইনাল দু’টি হবে ৪ ও ৫ জুন। ফাইনাল ৮ জুন।