গোল করেও দলকে জেতাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলের পরও হেরেছে আল নাসের। সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ক্রমেই ছিটকে পড়ছে তারা। লিগে এবার আল নাসের হেরেছে আল কাদিসিয়াহর কাছে। গত শুক্রবার আল-আউয়াল পার্কে ২-১ গোলে হেরেছে তারা। রোনালদোর গোলে এগিয়ে গেলেও কুইনোনেস ও আবামেয়াংয়ের গোলে জয় পায় কাদিসিয়াহ। এদিন অবশ্য ম্যাচজুড়ে আল নাসর আধিপত্য দেখিয়েছে। বলের দখল থেকে শুরু করে আক্রমণ- সব কিছুতেই এগিয়ে ছিল তারা। ২০টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পেরেছে রোনালদোরা। যেখানে মাত্র ১০ বার শট নিয়েছে কাদিসিয়াহ। আল নাসের প্রথম সুযোগ পায় ১৫ মিনিটে। অ্যাঞ্জেলোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর ২২ মিনিটে হতাশ হতে হয় সাদিও মানেকে। তার শট ঠেকিয়ে দেন কাদিসিয়াহর গোলরক্ষক। ফিরতি শটেও সুবিধা করতে পারেননি আল ঘারিব। তবে ৩২ মিনিটে রোনালদো আর ব্যর্থ হননি। আল কাদিসিয়াহর গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এবারের লিগে এটি তার সপ্তম গোল। সব মিলিয়ে এই মৌসুমে ১৬ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। তবে ৫ মিনিট পরেই সমতায় ফেরে আল কাদিসিয়াহ। কুইনোনেসের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ১-১ গোলের সমতা নিয়ে দু’দল বিরতিতে যায়। ৫০ মিনিটে আবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় কাদিসিয়াহ। হেডে বল জালে পাঠান তিনি। ২-১ গোলের লিড পায় স্বাগতিকেরা। যেই লিড আর ভাঙতে পারেনি নাসের। বেশ কয়েকটি বড় আক্রমণ চালালেও ফল আসেনি। এই হারে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল আল নাসর। এক ম্যাচ করে কম খেলে ২৮ ও ২৭ পয়েন্ট নিয়ে এক ও দু’য়ে নেইমারের আল হিলাল ও করিম বেনজেমার আল ইত্তিহাদ।