হযরত বিলালের মতো ‘নো বল’ করে জেলে গিয়েছিলেন মোহাম্মদ আমির

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:৫০ পিএম

নানাবিধ দুর্নীতির কারণে আবু ধাবি টি-টেন লিগকে সবসময়ই সন্দেহের চোখে দেখা হয়। এবার আসরের শুরুতেই বিশাল এক নো বল করে সন্দেহের জন্ম দিলেন স্যাম্প আর্মির বোলার হযরত বিলাল। ক্রিজ লাইন থেকে তার পা অন্তত এক ফুট বাইরে ছিল, যা রীতিমতো অস্বাভাবিক। বিলালের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে। নিষেধাজ্ঞা এবং মান-অভিমানের পালা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আমির। পাকিস্তানের এই পেস তারকাকে ২০১০ সালে নিষিদ্ধ করা হয়েছিল এমনই এক নো বলের জন্য। যদিও লর্ডস টেস্টে আমিরের পা বিলালের মতো এতটা বাইরে ছিল না। কিন্তু সেটাই পরবর্তীতে ‘স্পট ফিক্সিং’ হিসেবে প্রমাণিত হয়। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে কারাগারে যেতে হয়েছিল। জুটেছিল পাঁচ বছরের নিষেধাজ্ঞা। এবার টি-টেন লিগে গত শুক্রবার নিউ ইয়র্ক স্ট্রাইকারের মুখোমুখি হয়েছিল স্যাম্প আর্মি। এই ম্যাচে স্যাম্প আর্মির বোলার হযরত বিলাল একটি বিশাল নো বল করেন। আরব আমিরাতের এই বোলারের পা ক্রিজ লাইন থেকে এতটাই বাইরে ছিল যে, সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় সবাই এটাকে ‘স্পট ফিক্সিং’ হিসেবে দাবি করছেন। তার এই কাণ্ড দেখে সতীর্থরা পর্যন্ত হাসছিলেন। শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, বিলালের এই নো বল নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওয়ার্নারের। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ –এ দেওয়া পোস্টে তিনি মজা করে লিখেছেন, ‘এটা কি ফ্রি হিট ছিল?’। আবুধাবি টি–টেন লিগকে ট্যাগ করে তিনটি হাসির ইমোজিও জুড়ে দিয়েছেন ওয়ার্নার। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW