শাকিব খানের ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং সম্প্রতি এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষ তারকাদের উপস্থিতি ছিল। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা ছিল এক বিশাল উৎসবের মতো। শাকিব খানের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান এবং দেশের প্রধান হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজিত হয়। এদিন স্ক্রিনিংয়ে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন, একনলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি, ছবিটির পরিচালক অনন্য মামুন, এবং আরও অনেক নামকরা তারকা। তাদের মধ্যে সিয়াম আহমেদ, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমক, এবং রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা ছিলেন। স্ক্রিনিংয়ের মুহূর্তে সবাই একসঙ্গে ছবির আনন্দ উপভোগ করেন, এবং ইভেন্টটি হয়ে ওঠে এক আনন্দঘন আয়োজন। শাকিব খানের সঙ্গে বিদেশি নায়িকাদের কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, "আমি নিজেই দেখি যে, নায়িকাদের সিডিউল পাওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ আমি বছরে দু-তিনটা ছবি করি, যা আমার জন্য বেশি সময় নেয়। তবে আমাদের দেশি নায়িকারা অনেক বেশি কাজ করেন, তাই তাদের শিডিউল অনেক ব্যস্ত থাকে। তবে, তাদের শিডিউল পেলেই নতুন ছবি নিয়ে কাজ করা হবে।" শাকিব আরও বলেন, "এ বছর ‘দরদ’ সিনেমাটি সবচেয়ে বেশি ওপেনিং কালেকশন করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ঈদ ছাড়াও একটি সিনেমা সুপারহিট হতে পারে। আমার ক্যারিয়ারের প্রায় সব বড় হিট ছবি, যেমন 'প্রিয়া আমার প্রিয়া' ও 'কোটি টাকার কাবিন', এগুলোও ঈদ ছাড়া মুক্তি পেয়েছিল এবং তখনও তারা সুপারহিট হয়েছিল। আজ ‘দরদ’ সেই কথা আরও একবার প্রমাণ করেছে।"