বাঘায় গোডাউনের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ পিএম
বাঘায় গোডাউনের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট
রাজশাহীর বাঘায় ইউনিয়ন পরিষদের গোডাউনের জানালা ভেঙে টিসিবির মালামাল লুট করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) সকালে টিসিবির ডিলার মেসার্স বিল্পব এন্টারপ্রাইজের স্বতাধিকারি আবু তালেব সরকার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নে উপকারভোগী রয়েছে ১ হাজার ৩১১ জন। এর বরাদ্দের মালামাল ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা ছিল। এরমধ্যে ঈদের আগের দিন ৮৬২ জনকে দেওয়া হয়। বাঁকি ৪৫৯ জনকে বুধবার (৯ এপ্রিল) দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে দেখেন গোডাউনের জানালা ভেঙ্গে মালামাল চুরি হয়েছে। মালামালের মধ্যে ছিল ৪৫৯ কেজি চিনি, ৪২৫ কেজি ডাল, ১৮৯ বোতল সয়াবিন তেল। এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদ পাহারাদার গ্রাম পুলিশ জামাল উদ্দিন বলেন, পালাক্রমে ইউনিয়ন পরিষদ পাহারা দেওয়া হয়। কখন কীভাবে গোডাউনের রাখা মালামাল চুরি হয়েছে, তা বুঝতে পারিনি। বুধবার সকালে গোডাউন খোলার পরে জানা গেছে চুরির বিষয়টি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, টিসিবির মালামাল লুট হওয়ার ঘটনা মৌখিকভাবে জানতে পেরেছি। আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ডিলারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে টিসিবির ডিলার আবু তালেব সরকার বলেন, আমাকে ফাঁসানোর জন্য কোন একটি মহল এই কান্ড করেছেন। প্রশাসনের কাছে দাবি, তদন্ত পূর্বক অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার দাবি করছি। বাউসা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ডিলার গোডাউন খুলে দেখার পরে চুরির বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবগত করা হয়েছে। এদিকে বাদপড়া উপকারভোগীরা টিসিবির মালামাল নিতে এসে না পেয়ে ফিরে গেছেন। উপকারভোগী বাউসা ভেড়ালীপাড়া গ্রামের সিহাব উদ্দিন ও ফতেপুর বাউসা গ্রামের রনি ফকির বলেন, টাকা সংগ্রহ করতে না পেরে ঈদের আগে মালামাল নিতে পারেনি। বুধবার সকালে মালামাল নিতে এসে শুনছি চুরি হয়ে গেছে। মালামাল না নিয়ে ফিরে যাচ্ছি। বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।