ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চলের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের শিবগঞ্জ রোডস্থ ১নং গলি ষোলহাসিয়া এলাকায় বাসা তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম চঞ্চল জানান, দিনেদুপুরে বাসায় তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগত টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরদল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ রহিম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।