টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম
টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে মিরাজ

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা একসময় ছিল বাংলাদেশের দখলে। লম্বা সময় তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের শেষ ভাগে চলে আসা সাকিব দুই ফরম্যাট থেকে ইতোমধ্যে অবসরে, র‌্যাংকিংয়ের শীর্ষেও নেই আর। তবে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্টে অলরাউন্ডারদের মধ্যে দুই নম্বরে উঠেছেন মিরাজ। ২ ধাপ উন্নতি করে ২৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন মিরাজ। ২৮৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৪১৫ রেটিং নিয়ে মিরাজের সামনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, লম্বা সময় ধরে শীর্ষস্থানটা জাদেজার দখলে। বাংলাদেশিদের মধ্যের র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন আরও অনেকেই। টেস্টে ব্যাটারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৬২ নম্বরে রয়েছেন মিরাজ। ২১ ধাপ উন্নতি করে জাকের আলী অনিক আছেন মিরাজের পরেই, ৬৩তম স্থানে। এছাড়া ২৩ ধাপ উন্নতি করে সাদমান ইসলাম রয়েছেন ৭৪ নম্বরে। বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে ২১ নম্বরে রয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই। এছাড়া ৩ ধাপ উন্নতি করে ৪৯তম স্থানে আছেন তাসকিন আহমেদ। ৭ ধাপ এগিয়ে হাসান মাহমুদ রয়েছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে টাইগারদের নতুন পেস সেনসেশন নাহিদ রানা রয়েছেন ৭৩তম স্থানে।

আপনার জেলার সংবাদ পড়তে