১৬৮ কোটি ছাড়ালো অক্ষয়ের ‘হাউজফুল ৫’

এফএনএস বিনোদন | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৭:২৪ পিএম
১৬৮ কোটি ছাড়ালো অক্ষয়ের ‘হাউজফুল ৫’

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছে। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির এই কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি গত ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই মাল্টিস্টারার সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখের মতো তারকাদের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। সবাই তাদের কমেডির দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকেও ভালো মতামত লাভ করেছে। এদিকে সিনেমাটি মুক্তির পর ১৪ দিন কেটে গেছে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ‘হাউসফুল ৫’ এর বক্স অফিসের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। ‘হাউজফুল ৫’ উদ্বোধনী দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খুলেছিল। তবে তারপর ক্রমে ক্রমে ‘হাউসফুল ৫’র আয় প্রতিদিনই অল্প অল্প করে কমছে। এমন পরিস্থিতিতে এর বৃহস্পতিবারের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। ‘স্যাকনিল্কে’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৪ তম দিনে দেশীয় বক্স অফিসে ২.৬৫ কোটি রুপি আয় করেছে। এ মুহূর্তে এ সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭.৯০ কোটি রুপি। যদিও এর আয় আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। ‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, দিনো মোরিয়া এবং নার্গিস ফাকরি প্রমুখ।