প্রতিদিন পাচ্ছে ৭শত ডিম

৩৫ বছরের পরিশ্রমে সফল হাঁস খামারি নয়ন মিয়া

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৩:৫৬ পিএম
৩৫ বছরের পরিশ্রমে সফল হাঁস খামারি নয়ন মিয়া

৩৫ বছরের পরিশ্রমের ফল এখন চোখের সামনে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নয়ন মিয়া এখন একজন সফল হাঁস খামারি। প্রতিদিন তার খামার থেকে সংগ্রহ হচ্ছে গড়ে ৭০০টি ডিম। এই ডিম বিক্রির আয়েই চলছে নয়নের সংসার।

শৈশব থেকেই হাঁস-মুরগির প্রতি প্রবল আগ্রহ ছিল নয়নের। তবে ছিল না প্রয়োজনীয় পুঁজি। সেই অভাব পুষিয়ে উঠেছেন ধাপে ধাপে। ছোট পরিসরে প্রথম মাত্র ১৬টি হাঁস দিয়ে শুরু করে আজ তিনি গড়ে তুলেছেন একটি আদর্শ হাঁস খামার। বর্তমানে তার খামারে রয়েছে এক হাজারেরও বেশি হাঁস।

নয়ন মিয়া বলেন, প্রথমে কিছুই ছিল না। একটু একটু করে শুরু করি। এখন প্রতিদিন ৭০০ ডিম পাই। এই আয় দিয়েই পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছি।

নয়ন আরও জানান, প্রতিদিন ডিম সংগ্রহ করে তিনি সপ্তাহে একদিন স্থানীয় বাজারে বিক্রি করেন। গড়ে প্রতিটি ডিম ১৫ টাকায় বিক্রি হয়। খামার পরিচালনার খরচ বাদ দিয়েও মাস শেষে ভালোই মুনাফা থাকে।

নয়নের সাফল্যে সবচেয়ে খুশি তার বাবা আব্দুল মজিদ। তিনি বলেন, শুরু থেকে ছেলেকে সাহস যুগিয়েছি সে তার পরিশ্রমের ফল পাচ্ছে এখন। এই হাঁসের খামারের উপার্জনেই পরিবার এখন সুন্দরভাবে চলছে।

নয়ন মিয়া এখন এলাকায় একটি অনুপ্রেরণার নাম। তার সফলতা দেখে অনেকেই হাঁস পালন শুরু করতে উৎসাহ পাচ্ছেন। স্থানীয় বাসিন্দা হাসান মিয়া বলেন, নয়নের খামার দেখে আমরাও আগ্রহ প্রকাশ করছি। চিন্তা করছি একটি হাঁসের খামার দেব।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, নয়ন একজন সফল খামারি। তার খামার সঠিক পরিকল্পনায় পরিচালিত হচ্ছে বলেই আজ সে সফল। অনেকেই তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরা নয়নের পাশে থাকবো।

নয়নের সফলতার পেছনে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা আর অদম্য মনোবল। তার খামার এখন শুধু ডিম নয়, বরং জন্ম দিচ্ছে আশার,পরিবারের এবং পুরো গ্রামের মানুষের জন্য।

আপনার জেলার সংবাদ পড়তে