আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৫, ০৫:০৬ পিএম
আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে শেরপুরে আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার হলরুমে ‘আমার জুলাই’ প্রতিপাদ্য বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা ও জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান। 

প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় পুরস্কৃত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে