নীলফামারীতে আবারও শিশু কিশোর মাসিক সাহিত্য পত্রিকা 'কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো এ আয়োজনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী শহর শাখার চেয়ারম্যান মাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নীলফামারী শহর শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
কিশোরকণ্ঠ পড়বো,জীবনটাকে গড়বো স্লোগানকে সামনে রেখে মেধাবৃত্তির আর্থিক পরিমাণ নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা। এতে নীলফামারী সদর এবং সৈয়দপুর উপজেলার তৃতীয় শ্রেনি থেকে দশম শ্রেণির (স্কুল ও মাদ্রাসা) সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ২ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।