ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন, আহত ১৩

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ পিএম
ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন, আহত ১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাইভেটকার চালক মো. হারুন মিয়া (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। নিহত হারুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার কলিম উদ্দিনের ছেলে। অপর দিকে রাতে মহাসড়কের ওয়াপদার সামনে ট্রাক ও লড়ির সংর্ঘষে ছোটন মিয়া নামে এক পোষাক করাখানার শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ৯ জন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

হাইওয়ে পুলিশ ওসি মেহেদি হাসান মাসুদ জানান,সকালে মহাসড়কের সরকারি ডিগ্রী কলেজ সামনে ও রাতে মহাসড়কের ওয়াপদার মোড় নামক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে