বগুড়া শেরপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় পৌর আইন উপেক্ষা করে বাড়ি নির্মাণের সময় দেয়াল ধ্বসে পাশ্ববর্তী বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বরাবর অভিযোগ করেছে ভূক্তভোগি পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার মো. খোকন ও তার স্ত্রী মোছা. রুমা পারভিন পৌর আইন অমান্য করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। এ ব্যাপারে পাশ্ববর্তী বাড়ির লোকজন নিষেধ করলেও তারা তা তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় শনিবার বিকেলে নির্মাণাধীন ভবনের তিনতলার একটি দেয়াল ধ্বসে পাশের টিনশেড বাড়ির উপর পড়লে, বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাড়ির ভাড়াটিয়া পরিবার, এমন দাবী করেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রওশন আরা পারভিন। কিন্তু নির্মানাধীন বাড়ির মালিক মো. খোকন জানান, আমি নিয়ম মেনেই বাড়ির কাজ করছি। তবে অনাকাঙ্ক্ষিতভাবে এই দূর্ঘটনায় পাশের বাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমি তা পূরণ করে দিবো। এদিকে এলাকাবাসির অভিযোগ নির্মাণ কাজের সময় ইট, বেলচা বা নির্মাণ সামগ্রী কোনভাবে নিচে পড়ে যেন কারো ক্ষতি না হয়, এজন্য কোন নেট বা কাপড় ব্যাবহার করা হয়নি এই বাড়িতে, ফলে এজন্য যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আশিক খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।