এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৪ এএম
এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

বরিশাল (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত অভিষেক ওরফে সোম অভি(৩০), আগৈলঝড়া থানার পতিহার গ্রামের লক্ষ্মন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। সে বর্তমানে- কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নং ওয়ার্ড, বরিশাল সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। 

গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে এয়ারপোর্ট থানার  ২৯ নং ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদার এর হোটেলে সামনে নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে চাঁদা দাবি করেন 

এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য এসেছে। স্থানীয় দুলাল মৃধা এবং সোহেল ইসলাম নামের ব্যক্তিদের নামে মাদক বিক্রি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে তাদের কাছে টাকা দাবি করে। টাকা দিলে মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে বলে জানান ভুয়া ডিবির এস আই অভিষেক ওরফে অভি। 


 এ সময় শরিফুল কাজ আছে প্রতারক অভিষেক ওরফে সোম অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়ালেস) সেট দেখায়।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এয়ারপোর্ট থানার অবহিত করলে থানার এসআই মোঃ আল-আমিন নাঈম এর নের্তৃত্বে ০১ টি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড একটি কালো রঙের ওয়াকি টকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। 



আটকৃত ভুয়া ডিবি অভিষেক ওরফে সোম অভি(৩০) এর  বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে