গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে এ চারা বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন - সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরা বেগম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ অনেকে।
সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল বলেন, আজ ৭১০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ২৫ হাজার চারাগাছ বিতরণ করা হবে ।