বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্যের কারণে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত টুইঙ্কল খান্না ও কাজলের নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’-এর প্রথম পর্বে অতিথি ছিলেন সালমান খান ও আমির খান। সেখানেই সালমান জানালেন, খুব শিগগিরই তিনি বাবা হতে চান।
অনুষ্ঠানে একপর্যায়ে টুইঙ্কল খান্না মজা করে সালমানকে স্মরণ করিয়ে দেন তাঁর পুরোনো মন্তব্য—“আমি ভার্জিন।” তখনও তিনি হাসিমুখে সম্মতি জানান। তবে সম্পর্কের প্রসঙ্গে ভিন্ন সুরে কথা বলেন সালমান। তিনি জানান, কিছু সাবেক সম্পর্ক থেকে তিনি দূরে সরে গেছেন, আবার কারও সঙ্গে পারিবারিক সম্পর্ক বজায় রয়েছে। সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিকে তিনি এখনও পরিবারের অংশ বলেই মনে করেন।
সম্পর্ক ভাঙনের কারণ প্রসঙ্গে সালমান বলেন, যখন একজন সঙ্গী অন্যজনের চেয়ে দ্রুত এগিয়ে যায়, তখনই অনিশ্চয়তা তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক টেকাতে হলে দুজনকে একসঙ্গে এগোতে হয়।
একই অনুষ্ঠানে বাবা হওয়ার ইচ্ছার কথাও অকপটে জানান সালমান খান। তিনি বলেন, “সন্তান তো হবেই, একদিন। খুব শিগগিরই হবে। শেষমেশ তো সন্তানের কথাই আসে। দেখা যাক।”
অন্যদিকে, শোতে আমির খান জানান তাঁদের বন্ধুত্বের শুরু হয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার সময় থেকে। বিচ্ছেদের পর সালমান একদিন তাঁর বাসায় রাতের খাবারে গেলে সেই মুহূর্ত থেকেই তাঁদের গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
সালমান খানের ব্যক্তিগত জীবন বরাবরই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। ঐশ্বরিয়া রাই, সোমি আলী কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁকে ঘিরে বহু জল্পনা হয়েছে। যদিও কখনোই বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। এবার সরাসরি বাবা হওয়ার ইচ্ছা জানানোয় নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মনে।
এদিকে শিগগিরই সালমানকে দেখা যাবে নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এ।