কুড়িগ্রামের চিলমারীর কড়াই বরিশাল এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৫জনকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫টি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়। ৩টি বাজাজ সিটি-১০০, ১টি প্লাটিনা ও ১টি পালসার মটরসাইকেলসহ চোর সন্দেহে ৫জন কে গ্রেফতার করে আসামীদের চিলমারী থানায় নিয়ে আসা হয়। আসামীরা হলেন মিলন (২৬) পিতা- জাহাঙ্গীর, হান্নান (৩২) পিতা- মৃত আব্দুল জব্বার, সাদাকাত হোসেন (৩৫) পিতা- জেলহক, নুরুল হুদা (৩৫) পিতা- মৃত এমদাদুল হক এরা কড়াইবরিশাল এলাকার বাসিন্দা এবং রুবেল (২৭) পিং- জাহানুর রহমান, হক বাজার, নয়াটারী, হারাগাছ, কাউনিয়া এলাকার। জানা গেছে, উপজেলার পাম্পের মোড় হতে রুবেল কে মটরসাইকেল চোর সন্দেহে গ্রেফতারের পর তার তথ্যমতে বিক্রিত চোরাই মটরসাইকেল উদ্ধারে এ অভিযান চালানো হয়েছে। চিলমারী থানার অফিসার ইনচার্জ জানান এ ব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নম্বর ০৪ তারিখ: ২৭/০৯/২০২৫।