নীলফামারীতে ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৭ পিএম
নীলফামারীতে ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

নীলফামারীর ডিমলায় ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর উপজেলার শুটিবাড়ী বাজার ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।