হাটহাজারী প্রবারনা ও চীবর দানানুষ্ঠানের অনুদানের ডি ও ফরম হস্তান্তর অনুষ্ঠান

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম
হাটহাজারী প্রবারনা ও চীবর দানানুষ্ঠানের অনুদানের ডি ও ফরম হস্তান্তর অনুষ্ঠান

চট্টগ্রামের হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের  অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব   শুভ প্রবারনা পূর্ণিমা ও দানোত্তম শুভ কঠিন চীবর দানানুষ্ঠানের সরকার প্রদত্ত অনুদানের ডি ও ফরম মঙ্গলবার  হস্তান্তর করা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ নেতৃবৃন্দ ও উপস্থিত বিভিন্ন বৌদ্ধ বিহার তথা মন্দিরের প্রতিনিধিদের  হাতে  এই ডি ও ফরম হস্তান্তর করেন। এই সময় তিনি উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে প্রবারনা ও চীবর দানানুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলায় তার কর্মকালীন সময় সকালের সহযোগিতা কামনা করেন। বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিবুন্দ ও তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বৌদ্ধ কল্যান পরিষদ ও বিহার তথা মন্দির প্রতিনিধিদের উপস্থিত ছিলেন, আনন্দ বিকাশ বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, লায়ন অনুপম বড়ুয়া, প্রধান শিক্ষক ধর্মপ্রিয় চৌধুরী,   উদয়ন মুৎসুদ্দি,   কল্যান বড়ুয়া, বিধু বড়ুয়া রাজু বড়ুয়া, শিক্ষক তপন কান্তি বড়ুয়া হারুন, তপন কান্তি বড়ুয়া, আয়ুপাল বড়ুয়া, বটন বড়ুয়া, সুপাল বড়ুয়া, রানা বড়ুয়া, সজল বড়ুয়া, বোলন বড়ুয়া, দ্বীপ্ত বড়ুয়া, আয়ুপাল বড়ুয়া, রানা বড়ুয়া। পরে ইউ এন ও প্রদত্ত ডিও র অর্থ উত্তোলন করে উপজেলার আওতাধীন বৌদ্ধ মন্দিরের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে