কৃষি আবাদে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৪:৫৪ পিএম
কৃষি আবাদে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে

আমাদের বসতবাড়ির আঙ্গিনা ও আশে পাশে অনেকের জমি খালি জায়গা পতিত পড়ে আছে। পতিত না রেখে যদি আবাদের আওতায় আনা যায় তাহলে যেমন টাটকা বিষমুক্ত সব্জি পরিবারের চাহিদা জোগাবে তেমনি বাড়তি আয় যোগ হবে পরিবারে। আর এতে কৃষি বিভাগের  পাশাপাশি সার্বিক সহযোগিতা থাকবে উপজেলা প্রশাসনের। হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনার আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বসতবাড়ির আঙ্গিনায় শাক-সব্জির বীজ ও মাঠে চাষযোগ্য জমির জন্য সব্জির বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার মোঃ মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে  এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষি উদ্যেক্তা মোঃ বোরহান উদ্দিন। উপ সহকারী কৃষি অফিসার মোঃ হাসান মাহমুদের সঞ্চালনায় এসময় সভাপতি তেলের চাহিদা মেটাতে এবারো কৃষকদের প্রতি সরিষা আবাদে গুরুত্বারোপ করেন। গত মৌসুমের মত এ মৌসুমেও যেন চট্টগ্রাম জেলার মধ্যে হাটহাজারী উপজেলা প্রথম হতে পারে সে লক্ষে কাজ করা এবং উৎপাদন বৃদ্ধির অনুরোধ জানান প্রান্তিক কৃষক কৃষাণীদের প্রতি। একই সাথে বরো উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ছড়া, খাল খনন ও স্লুইসগেটের যথাযথ ব্যবহার নিশ্চিতে কাজ করার কথা ব্যক্ত করেন।