মুক্তাগাছায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪০ পিএম
মুক্তাগাছায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছায় স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নবারুণ বিদ্যানিকেতন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাহেলা পারভীন রুমা, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি ম্যানেজার রোনেল্ড গোমেজ, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাকিয়া আক্তার এবং সিও সেল্প রাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্বপ্নসারথী প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় ২৫০ কিশোরীকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এ ধারাবাহিকতায় চলতি বছরও ১৬ জন কিশোরী ১৮ বছর অতিক্রম করায় তাদের গ্রাজুয়েশন সম্বর্ধনা দেয়া হয়। কিশোরীদের হাতে সার্টিফিকেট, মগ ও ফুল তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। বক্তারা কিশোরীদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় থাকার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে