চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৫ পিএম
চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সভা

চাঁদপুরে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা (লালন দর্শন) এবং সাংস্কৃতিক অনুষ্ঠান (লালন সন্ধ্যা) অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচক ছিলেন  সাংস্কৃতিক সংগঠক মঈনুদ্দিন লিটন এবং কবি ও অনুবাদক মাঈনুল ইসলাম মানিক।

অ্যাড.ইখতিয়ার উদ্দিন শিশু ও সাংবাদিক এমআর ইসলাম বাবু যৌথভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেন। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সুধিবৃন্দ,শিল্পী,  সাংস্কৃতিক সংগঠক ও লালন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালন হলো সমাজ সংস্কারক।

গানে, সুরে ও বাণীতে মানবতার বয়ান করে গেছেন তিনি। সেটাও প্রায় দুই শ বছর আগে। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তাঁর গান রচনা করেছেন। যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে