শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৬:০৭ পিএম
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে দেশি-বিদেশি প্লেয়ারদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণের কাজ। খেলাধুলার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সামঞ্জস্য রেখে দেশি-বিদেশি খেলোয়াড়দের জন্য আরামদায়ক ও আধুনিক সুবিধাসম্পন্ন অবকাঠামো গড়ে তুলতে এ উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শিক্ষকবৃন্দ, প্রকল্পের ঠিকাদার ও পৌরসভার কর্মকর্তারা।

প্রকল্পের আওতায় রেস্টরুম ও ওয়াশরুমে থাকবে আধুনিক বাথরুম, পোশাক পরিবর্তন কক্ষ, হ্যান্ডওয়াশ জোন, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে থাকবে উন্নত মানের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গলে প্রতিনিয়ত দেশি-বিদেশি খেলোয়ারদের আগমন ঘটছে। তাদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক সুবিধাসম্পন্ন রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ আমাদের অন্যতম অগ্রাধিকার। এই উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলকে আমরা পর্যটনের পাশাপাশি একটি খেলাধুলাবান্ধব নগরীতে পরিণত করতে চাই।”

উল্লেখ্য, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ এলাকায় বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট, স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে এই স্থানে আধুনিক রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণে অংশগ্রহণকারীরা  উপকৃত হবেন।

স্থানীয় শিক্ষক, খেলোয়াড় ও অভিভাবকরা বলেন, এই উদ্যোগে দীর্ঘদিনের একটি প্রয়োজন মেটাতে যাচ্ছে পৌরসভা। শ্রীমঙ্গলের খেলাধুলার উন্নয়নে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বলে তাঁরা মত দেন।

আপনার জেলার সংবাদ পড়তে