আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে ততই উৎসাহ উদ্দীপনা বাড়ছে ভোটারদের। সভাপতি পদটিকে কেন্দ্র করে সরব সকলেই। এই পদে লড়ছেন দুইজন প্রার্থী। একজন সাবেক শিক্ষক ও বিএনপি নেতা সেলিম আজহারূল ইসলাম ঠাকুর। আরেকজন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম। তারা দু’জনই বিভিন্ন কৌশলে ভোটারদের কড়া নাড়ছেন নিয়মিত। নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মকান্ড তুলে ধরছেন। সরাইল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির আহবায়ক কমিটির সদস্য সেলিম ঠাকুর বর্তমানে বিএনপি’র সহসভাপতি। তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক। বি.এ বিএড করা সেলিম ঠাকুর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। অততে বিআরডিবি, সবুজ সংসদসহ বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক দায়িত্ব সফলতার সাথে পালনের উল্লেক করে ভোট প্রার্থনা করছেন তিনি। অপরদিকে যুব সমাজের প্রিয় ব্যক্তিত্ব উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড তুলে ধরছেন ভোটারদের কাছে। দলের জন্য জেল নির্যাতন ভোগ করা নুর আলম নিজের সাংগঠনিক কর্মকান্ডের দৃষ্টান্ত দিয়ে ভোট প্রত্যাশা করছেন। সাম্প্রতিক সময়ে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরূ করে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে মেলে ধরার চেষ্টাও করছেন এই যুবদল নেতা। সভাপতি পদে নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি খুবই আশাবাদী। বিআরডিবি’র উর্দ্ধতন কর্মকর্তা ও প্রার্থীদের সূত্রে জানা যায়, মোট ১৪৯ জন ভোটারের ভোটেই ভাগ্য নির্ধারিত হবে এই দুই প্রার্থীর। সরাইল বিআরডিবি’র আরডিও মো. মাসুদ রানা বলেন, এবার মোট ভোটার ১৪৯ জন। আপাতত নির্বাচন অনুষ্ঠানের সকল কাজ সম্পন্ন। আগামী ১০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।