মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। রুশো ব্রাদার্স পরিচালিত এই সিনেমা হতে যাচ্ছে এমসিইউ-র বহুমাত্রিক মহাবিশ্বের (মাল্টিভার্স) একটি নতুন মোড়ের সূচনা, যার মূল কেন্দ্রে থাকছেন ভয়ঙ্কর ভিলেন ‘ডক্টর ডুম’ এবং তার গঠিত নতুন মহাবিশ্ব ‘ব্যাটলওয়ার্ল্ড’। স্কুপার মাই টাইম টু শাইন এর তথ্য অনুযায়ী, ব্যাটলওয়ার্ল্ড এমন এক মহাবিশ্ব যেখানে পিটার পার্কার তার স্ত্রী মেরি জেন ও সুপারহিরো কন্যার সঙ্গে বসবাস করবেন। একই সঙ্গে সেখানে রয়েছে ‘গ্রীনল্যান্ড’- যেখানে রাজত্ব করবে একাধিক হাল্ক! এই কাল্পনিক জগতে ‘কামেরোচ’ নামের হুমকিও হাজির হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এই পুরো কনসেপ্টের ভিত্তি নেওয়া হয়েছে জনাথন হিকম্যান ও এসাদ রিবিচ এর বিখ্যাত ‘সিক্রেট ওয়ার্স’ কমিকস সিরিজ থেকে। সূত্র মতে, এই সিনেমায় এমসিইউ-র জনপ্রিয় সব চরিত্রদের আবারও একত্রিত করার পরিকল্পনা রয়েছে। থাকছেন ক্রিস হেমসওয়ার্থ, রবার্ট ডাউনি জুনিয়র, পল রাড, টম হিডলস্টন এবং সেবাস্টিয়ান স্ট্যান-এর মতো পরিচিত মুখ। একইসঙ্গে দেখা যাবে ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-ম্যান এর বেশ কয়েকজন তারকাকে। বিশেষ চমক হিসেবে থাকতে পারেন- বেন অ্যাফ্লেক (২০০৩ সালের ডেয়ারডেভিল), নিকোলাস কেজ এবং টোবি ম্যাগুয়ার (স্পাইডার-ম্যান)।