কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে পালন হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক।
উপজেলা প্রশাসন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা ওসির প্রতিনিধি এসআই জাহাঙ্গীর আলম, উজেলা রিসার্স সেন্টারের পরিদর্শক আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সিক্রেটারী আব্দুর রহমান, উপজেলা ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব ইউনুছ আলী আনন্দ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জাকারিয়া মিয়া, ্ ট্রাক মালিক সমিতির সভাপতি ইউপি মেম্বার হাবিবুর রহমান, অটোরিকশা মালিক সমিতির নেতা আসাদুল আলম মন্ডল প্রমূখ।
বক্তারা নিরাপদ সড়ক চাই আন্দোলনে প্রতিষ্ঠাতা চলচিত্রভিনেতা ইলিয়াছ কাঞ্চনকে স্মরণ করে তার রোগমুক্তি কামনা করেন। এসময় বক্তারা বলেন, সড়ককে নিরাপদ রাখতে আগে নিজেরে সতর্কতামূলক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও ফুলবাড়ীতে দাপিয়ে বেড়া বেপরোয়া চলাচলকারী অবৈধ রুটপারমিটহীন ট্রাক্টর, ট্রলির চলাচল ন্য়িন্ত্রণের পদক্ষেপ গ্রহণ, সড়ক দখল করে ফুলবাড়ী বাজারে গড়ে ওঠা দোকান অপসারণের ব্যবস্থা, অটোরিকশা চালকদের ড্রাভিং বিষয়ক প্রশিক্ষণে দক্ষ করে তোলাসহ ট্রাফিক আইনের উপর সচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, এসব বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করলে ফুলবাড়ীতে সড়কগুলো নিরাপদ থাকবে। মানুষ নিরাপদে সড়ক দিয়ে চলাচল করতে পারবে। তা না হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ফলপ্রসু হবেনা।