চাঁদপুর সদরের বাবুর হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার, এসএমএন. জামিউল হিকমা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৩ অক্টোবর,২০২৫ খ্রি.
মোবাইল কোর্ট পরিচালনা কালে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, বীজ, আগাছা নাশক, সোডিয়াম পার কার্বনেট, দস্তা সারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়। এসময় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন উপজেলা কৃষি অফিসার তপন রায়।সঙ্গীয় ফোর্স হিসেবে চাঁদপুর মডেল থানা পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।