মোবারকগঞ্জ চিনিকলে ঘোষিত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন স্থগিত হয়েছে। ২৯ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তর আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নতুন ভোটার তালিকা করে পুন:তফসিলের মাধ্যমে নির্বাচন করতে বলা হয়েছে। ৪০,০২,৫০০০,৩০৯,৩৪,০২৩,২১,৮৪১ নং স্মারকে প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, কাজ নাই মজুরি নাই /চুক্তি ভিত্তিক /কানামনা শ্রমিকদের শ্রেনি বিভাগ শ্রম আইনের ৪(১) ধারা মোতাবেক নির্ধারণ পূর্বক প্রয়োজনের নতুন ভোটার তালিকা করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচন করতে।
উল্লেখ্য,মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের সম্মতিতে চেয়ারম্যান মহাব্যবস্থাপক(অর্থ)হিরন্ময় বিশ্বাস ২৩ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযারি ৫ জানুয়ারী ২০২৫ তারিখ মোবারকগঞ্জ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্যনির্বাহী সর্বমোট ২৫ টি পদের বিপরীতে ইতিমধ্যে বিভিন্ন পদের প্রতিদ্বন্দি প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং তা জমা দিয়েছেন। এবারের নির্বাচনে ২৩ পদে ৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ৫৯১ জন। এছাড়া ১৪৪ জনকে ভোটার তালিকায় অন্তভুক্ত না করার কারনে তারা কুষ্টিয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তর আঞ্চলিক শ্রম দপ্তরে লিখিত অভিযোগ করেন।
নির্বাচন স্থগিত এর ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোবারকগঞ্জ চিনিকলের লেবার ও ষ্টোর অফিসার জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগন ও কয়েকজন প্রার্থী যশোর কলকারখানা শ্রম অফিসে(কানামনা) গেছেন। তিনি আর বলেন পরবর্তীতে কর্মকর্তারা আসার পরে পুনরায় তফসিল ঘোষনা করে নির্বাচন করনের সিদ্ধান্ত গ্রহন করবেন।