চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন- আবু হাসান টিপু

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ পিএম
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন- আবু হাসান টিপু

জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেনা প্রকাশ করেছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ-এর আহবায়ক আবু হাসান টিপু। তিনি এক শোক বার্তায় অভিযোগ করে বলেন, যথাযথ চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকার আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যপারে মুখে বাগাড়ম্বর করলেও বাস্তব চিত্র যে ভিন্ন গাজী সালাউদ্দিন তার জীবন দিয়ে তা প্রমান করে গেলেন। আবু হাসান টিপু আরও বলেন, জুলাই যোদ্ধাদের প্রদত্ত স্বাস্থ্যকার্ড দিয়ে ব্যতিক্রম ছাড়া কোন সরকারী হাসপাতালে চিকিৎসা, ঔষধ ও পেথলজি টেস্ট কোন কিছুই ফ্রী পাওয়া যায় না। উল্টোদিকে স্বাস্থ্যকার্ড দেখিয়ে চিকিৎসা চাইতে গিয়ে বহু জুলাই যোদ্ধা হাসপাতাল কর্মী এমনকি ডাক্তারদের কাছ থেকেও অপমানীত ও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গেজেটভুক্ত অতি গুরুতর আহতের তালিকার ১৩২ নম্বরে ছিলেন গাজী সালাউদ্দিন। গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ শহর যখন উত্তাল ছিল সালাউদ্দিন আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোরা ছররার আঘাতে এক চোখের দৃষ্টি হারিয়েছিলেন। অপর চোখের দৃষ্টিও ছিল ঝাপসা। উল্লেখ্য, তার মুখমন্ডল ও গলাতেও অসংখ্য গুলি ছিল। গলার একাধিক ¯িপ্লন্টার শ্বাসনালীর পাশে থাকায় তা বের করা যায়নি। উন্নত চিকিৎসার অভাবে ১৫ মাসের ব্যক্তিগত উদ্যোগের চিকিৎসার পর গত  রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে