বালিয়াকান্দিতে বিনামূল্যের বীজ ও সার পেলেন ৩৮৫০ জন কৃষক

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৫:৩৫ পিএম
বালিয়াকান্দিতে বিনামূল্যের বীজ ও সার পেলেন ৩৮৫০ জন কৃষক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা (বীজ ও সার) বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

বুধবার (২৯ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা বিতরণ করেন।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন এই কর্মসূচির মাধ্যমে উপজেলার ৩৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে রবি মৌসুমের বিভিন্ন ফসল উৎপাদনের জন্য প্রণোদনা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ  বলেন, সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করবে। এতে করে স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফারুক হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেল ভ্যাটেনারি কর্মকর্তা প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে