দিনাজপুর ৪ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পাওয়া প্রার্থীর ব্যাপক প্রচারণা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:০০ পিএম
দিনাজপুর ৪ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পাওয়া প্রার্থীর ব্যাপক প্রচারণা

দিনাজপুরের চিরিরবন্দরে ও খানসামায় দিনাজপুর ৪ আসনে বিএনপির গ্রীন সিগন্যাল পাওয়া প্রার্থীর ব্যাপক প্রচারণা, গণ সংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় চিরিরবন্দর উপজেলার বাংলাবাজার, ১১ টায় রাণীরবন্দর, দুপুর সাড়ে ১২ টায় খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৬ ওর্য়াডের মাড়গাঁও গ্রামের বড়দা শাহ্ পাড়াসহ আশেপাশের পাড়াগুলোতে ভোটারদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, গন-সংযোগ করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, চিরিরবন্দর উপজেলা কৃষকদলের আহবায়ক ও সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, খানসামা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি'র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি'র সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খানসামা উপজেলা বিএনপি'র সদস্য ও সাবেক সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খানসামা উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, খানসামা উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান, খানসামা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সিসহ ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীবৃন্দ।