সোনারগাঁয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ পিএম
সোনারগাঁয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সোনারগাঁয়ে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সোনারগাঁ উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারের সভাপতিত্বে ও দত্তপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন। এসময় পঞ্চমীঘাট সততা বহুমুখী সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক, হাবিবপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আফরিন খাঁনম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার তিনটি শ্রেষ্ট সমবায় সমিতি ও তিনজন দক্ষ সমবায়ির মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে