মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ময়নুল ইসলাম চৌধুরী সোমবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলতে এবং সদস্যদের স্বার্থ রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই তার অঙ্গীকার। তিনি সকল সদস্য ও ভোটারদের আগামী ২৫ নভেম্বর চেয়ার মার্কায় ভোট দিয়ে তাহাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। সভায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।