রাজারহাটে গলায় ওড়না দিয়ে ৬ষ্ঠশ্রেনির ছাত্রীর আত্মহত্যা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম
রাজারহাটে গলায় ওড়না দিয়ে ৬ষ্ঠশ্রেনির ছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেছিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে,  মঙ্গলবার(১১নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা বকসী পাড়া গ্রামে।  

পুলিশ ও এলাকাবাসী জানান,  ওই গ্রামের মন্টু রায়ের মেয়ে ও সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মেঘলা রানী(১৩) মঙ্গলবার(১১নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮দিকে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দেয়। এসময় বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোকজন বাড়িতে এসে মেঘলাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের ভিতর খুঁজতে যায়।   শয়ন ঘরে তারলাশ ঝুলতে দেখে বাড়ির লোকজন চিৎকার দেয়।  এলাকাবাসীরা এসে মেঘলা রানীর লাশ শয়ন ঘরের তীরের সাথে ঝুলতে দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মায়ের সাথে অভিমান করে মেঘলা রানী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীদের ধারনা।   এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে