১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিরল উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।
বেলা ১২ টায় উপজেলার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, গত ৩ নভেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২৩৭টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণার অংশ হিসেবে দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নাম ঘোষণা করে সকল আসনে বিএনপি’র প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অথচ কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি’র প্রার্থীর বিরুদ্ধে হীন ষড়যন্ত্রের পাশাপাশি মানববন্ধন করেছেন। এসব হীন কর্মকান্ডের অন্তড়ালে কারা ছিলেন তা অনেকটা দিবালোকের মত স্পষ্ট। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দলীয় হাই কমান্ড যাকে মনোনয়ন দিয়েছে, তাঁর বিজয় নিশ্চিত করার জন্য স্থানীয় বিএনপিসহ বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্র ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা মানববন্ধন সহ বিভিন্ন অপবাদ দিয়ে বিক্ষোভ করায় আগামী জাতীয় নির্বাচনের ভোটের মাঠে এর প্রভাব পড়বে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুলতান মাহমুদ বলেন, সাদিক রিয়াজ চৌধুরী বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র নির্বাচিত সভাপতি ছিলেন এবং ২০১৮ সালে এ আসন থেকে বিএনপি’র প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তিনি দানবীর হওয়ার পাশাপাশি ভদ্র স্বভাবের একজন মানুষ। এছাড়াও সাদিক রিয়াজ চৌধুরীর পিতা মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরী এই আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন।
সাদিক রিয়াজ চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দলীয় নেতাকর্মীরা তাঁর বিষয়ে সবই জানে। যারা এই জনদরদী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে খুব শীঘ্রই তারা তাদের ভুল বুঝতে পেরে সাদিক রিয়াজ চৌধুরীর বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হবেন। এর প্রভাব ভোটের মাঠে পড়বে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল বাকি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আখতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছা সেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জালাল হোসেনসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনসমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ।