সারাদেশের বিভিন্ন স্থানে ক্রমাগত একের পর এক সহিংস ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন, পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছে, মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়াও এ পর্যন্ত গাজীপুর, সাভারেও এরকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে স্পষ্টতই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণিত হয়। সারাদেশে চলমান এই নাশকতামূলক ঘটনাগুলিতে জনগণের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ এক বিবৃতিতে বলেন, ''সারাদেশে ধারাবাহিকভাবে ঘটমান বিভিন্ন সহিংস ঘটনায় বর্তমান সরকার সামগ্রিকভাবে মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে, জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে, সার্বিকভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশের উপর আক্রমণ নেমে আসছে। এরইসাথে আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও বিভিন্নভাবে এসব ঘটনায় মদদ দিয়ে যাচ্ছে। জুলাই গণহত্যার সাথে সংশ্লিষ্ট উক্ত দলটির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে তাদের কৃতকর্মের জন্যে কোনোরকম অনুশোচনাও দেখা যাচ্ছে না, বরং গণঅভ্যুত্থানকে তারা বারবার প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। এসব ঘটনার মাধ্যমে সামগ্রিকভাবে গোটা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমরা এ নিয়ে গভীর উদ্বেগ বোধ করছি৷'' বিজ্ঞপ্তিতে কমরেড মাসুদ রানা আরও বলেন, ''দেশ পরিচালনার দায়িত্বে থাকা অন্তবর্তীকালীন সরকার আজকের সৃষ্ট এই পরিস্থিতির দায় এড়াতে পারে না। আমরা সারাদেশে সকলের জন্যে একটি নিরাপদ পরিমন্ডল চাই। তাই অবিলম্বে চলমান সন্ত্রাসী ঘটনাগুলোকে যথাযথ তদন্তসাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসা দরকার। জনগণের জানমালের নিরাপত্তা ও গোটা দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি।''