‘ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
‘ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা’র বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা

দিনাজপুর প্রেসক্লাবের সহযোগিতায় এবং সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কবি, গবেষক নূর-এ-আলম সিদ্দিকী’র প্রথম কাব্যগ্রন্থ “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা”র মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (১৬ নভেম্বর) সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুরের সভাপতি বিশিষ্ট কবি, গবেষক বিধান দত্ত’র সভাপতিত্বে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা” কাব্যগ্রন্থের লেখক নূর-এ-আলম সিদ্দিক। 

কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন অধ্যক্ষ ড. মাসুদুল হক, কথা সাহিত্যিক জলিল আহমেদ, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, সহযোগী অধ্যাপক মো. লাল মিয়া, সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ দাস, বিশিষ্ট কবি, লেখক, গীতিকার অ্যাড. মাজহারুল ইসলাম সরকার, নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক, দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও কলামিস্ট জিনাত রহমান, কবি, গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, কবি নিরঞ্জন রায়, কবি ফরিদুল আজাদ মিলন, ড্রইং স্কুলের পরিচালক নাজমুস সাকিব রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পদাক গোলাম নবী দুলাল, নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য ও সহযোগি অধ্যাপক ইব্রাহিম আজাদ। 

কবি পুষ্পিতা রায়ের সঞ্চালনায় “ধ্যানের কবিতা জ্ঞানের কবিতা” গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন মাসুদা বেগম, মেহেনাজ পারভীন, মোমিনুল ইসলাম, কবি ও নাট্য কর্মী ওয়াসিম আহমেদ শান্ত, তুষার শুভ্র বসাক, কবি রুবি আফরোজ, কাশী কুমার দাস ঝন্টু ও মো. মিজানুর রহমান (ডোফুরা)। 

আলোচকরা আলোচনা করতে গিয়ে বলেন, পশ্চিমা সাহিত্যের প্রভাবে প্রভাবিত হয়ে কবি নূর-এ-আলম সিদ্দিকী তার কবিতাগুলোতে পশ্চিমা সাহিত্যের প্রভাব তুলে ধরেছেন। তার কবিতায় ফুটে উঠেছে সমাজের এক একটি গান, মানবতা এবং বৈচিত্রের যৌন্দর্য। তার কবিতায় মানবতার ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যা যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক চেতনায় তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন কবি হিসেবে। 

আপনার জেলার সংবাদ পড়তে