চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রচুর শিমের চাষাবাদ করা হয়েছে। স্বাদ ও পুষ্টি মানের সবজি হিসাবে গ্রাম কিংবা শহরের ঘরে ঘরে শিমের যথেষ্ট চাহিদা রয়েছে। ভালো ফলনের পাশাপাশি বাজারে দাম থাকায় কৃষকরা শিমের চাষাবাদে। ঝুকিয়ে পড়ছে। চলতি বছরে চন্দনাইশ উপজেলার দোহাজারী, দিয়াকুল, চাগাচর,বৈলতলী, বরমা ও খাগরিয়া ভরা শঙ্খ নদের চরের বিস্তৃর্ণ এলাকা জুড়ে শিমের চাষাবাদ করা হয়েছে। এতে ফুলে ফুলে ছেয়ে গেছে শিম ক্ষেত। ইতোমধ্যে বাজারে আসছে শিম। দাম ও চড়া। উপজেলার বিভিন্ন পাইকারি বাজারগুলোতে শিমের কেজি বিক্রি করা হচ্ছে ১৫০/১৬০ টাকা দরে। স্থানীয় কৃষক আবুল কালাম চলতি বছরে ৬০ শতক জমিতে শিমের চাষ করেছেন। ফলন ও ভালো এসেছে। তিনি শুরুতেই ২০ কেজি শিম বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি। তিনি বলেন, শ্রম ও কম খরচে শিমের চাষাবাদ করে লাভবান হওয়ার ফলে কৃষকরা এখন শিমের চাষাবাদে ঝুঁকিয়ে পড়ছে। চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মতে চলতি বছরে চন্দনাইশ উপজেলায় প্রায় ৬শত হেক্টর জমিতে শিমের চাষাবাদ করা হয়েছে। উপজেলা কৃষিবিদ আজাদ হোসেন জানান, পাহাড়, নদীর ও সমতল ভূমিতে সবজির চাষাবাদের জন্য উপয়যোগী। কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে পরামর্শ ও প্রণোদনা হিসেবে সরকারি ভাবে কৃষি উপকরণ প্রদান করায় সফল হচ্ছেন কৃষকরা।