দিনাজপুরের নর্দান ডেভলমেন্ট সংস্থার উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:৪৩ পিএম
দিনাজপুরের নর্দান ডেভলমেন্ট সংস্থার উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণ

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশনের (এন.ডি.ও) বাস্তবায়নে সংস্থার উপকারভোগীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) নর্দান ডেভলমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. সামিউল আলমের সভাপতিত্বে আয়োজিত উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার ও ছাগল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, এসইউপিকে সংস্থা’র নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন ও সাধনা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. সাবিনায় ইয়াসমিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এন.ডি.ও’র ম্যানেজার মো. গুলজার রহমান। 

প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা আনুষ্ঠানিকভাবে সংস্থার পাঁচজন উপকারভোগী নারীর মাঝে দুইটি করে মোট ১০টি ছাগল এবং ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, আর্ত্মমানবতার কল্যাণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে উপকারভোগীদের সহায়তা দিয়ে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও দেশ ও সমাজের উন্নয়নের অংশিদার। ছাগল পালন করে নারীদের ক্ষমতায় বৃদ্ধির জন্য বিনামূল্যে এই ছাগলগুলো বিতরণ করা হচ্ছে। 

সভাপতির বক্তব্যে নর্দান ডেভলপমেন্ট অর্গনাইজেশনের (এন.ডি.ও) নির্বাহী পরিচালক মো. সামিউল আলম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর অর্থনৈতিক মুক্তির জন্য সারাদেশে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে আজকে এই হুলই চেয়ার ও ছাগলগুলো বিতরণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে