মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে দশম গ্রেড বাস্তবায়নের দ্রুত দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দাবি পূরণে কর্তৃপক্ষকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেয়া হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় পার্বতীপুর  হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেন তারা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না, ফার্মাসিস্ট মেহেদী হাসান (রাজু), ফার্মাসিস্ট জাকির হোসেন, ফার্মাসিস্ট রকিবুল ইসলাম, ফার্মাসিস্ট বেলাল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট কাজী একরামুল হক প্রমুখ।

হাসপাতালের ফার্মাসিস্ট মোতাসিম বিল্লাহ মুন্না  বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয় এটি আমাদের পাওনা। স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে পদমর্যাদা ও ১০ম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতী শুরু হবে। দেশে ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য। একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না।

আপনার জেলার সংবাদ পড়তে