দিনাজপুর জেলা শাখার বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঙ্গে শনিবার রাতে শুভেচ্ছা ও বিনিময় করেছেন দিনাজপুর পৌর তাঁতি দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
জেলা শাখার বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর পৌর তাঁতি দলের নবনির্বাচিত সভাপতি মো. হীরা আহমেদ, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর খান হাসু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, কোতোয়ালী তাঁতি দলের মোহাম্মদ বাবু প্রমুখ।