শ্রীমঙ্গলে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
শ্রীমঙ্গলে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ পাভেল (২৭) গ্রেফতার হয়েছে। রবিবার রাত ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডের রূপসী বাংলা কাউন্টার-এর সামনে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ( ওসি)  মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই  মোঃ আনিছুর রহমান সহ পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় আরামবাগ আবাসিক এলাকায়  বসবাসকারী মৃত সিরাজ মিয়ার পুত্র আব্দুস সামাদ পাভেলের নিকট থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করে।

পুলিশ জানায়-গ্রেফতারকৃত পাভেল আরামবাগ এলাকায় একজন কুখ্যাত ও পেশাদার মাদক কারবারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানে পাভেল ছাড়াও তার সহযোগী পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত পাভেলসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে