সিলেট কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫০ পিএম
সিলেট কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার ২৪ (নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির অধীনস্থ সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার এবং সোনালীচেলা বিওপি সমূহ একযোগে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও শিং মাছ আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম সর্বদা চলমান। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে